গঙ্গাসাগর থেকে ফেরার পথে বড় বিপত্তি। ঘন কুয়াশায় দিক হারিয়ে গঙ্গায় আটকে গেল ভেসেল। পরে সেখান থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২০০ জন পূণ্যার্থীকে। ফলে প্রশ্নে মুখে পড়ল লক্ষ লক্ষ টাকা ব্যয়ে পাঁচ ধরনের ফগ লাইটের ব্যবহার।
মঙ্গলবার ভোরে সাগরের কচুবেড়িয়া থেকে কাকদ্বীপের লট নম্বর আটের ঘাটে যাচ্ছিল এই ভেসেল। কচুবেড়িয়াতে দিকে যেতে গিয়ে মুড়িগঙ্গার চরে আটকে যায়। আতঙ্কিত হয়ে পড়েন পুণ্যার্থীরা। ঠান্ডা হাওয়া সঙ্গে কুয়াশার দাপট, অনেকে অসুস্থ বোধ করতে থাকেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। পরে, উপকূল রক্ষী বাহিনীর হোভারক্রাফ্ট ও স্পিড বোর্ডও ঘটনাস্থলে যায়। যাত্রীদের উদ্ধার করতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়।