উত্তর শহরতলির বরাহনগর এলাকায় এক বাড়িতে বিস্ফোরণের অভিযোগ। ঘটনায় এক মহিলার মৃত্যু। নিহত মহিলার নাম সুমিতা মাইতি। বছর ৬০ এর ওই মহিলা, বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার রাতের এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, বিস্ফোরণ নয়, সম্ভবত বাড়ির একাংশ ধসেই সুমিতা মাইতির মৃত্যু হয়েছে। মেয়ের বিয়ের পর ওই বাড়িতে একই থাকতেন সুমিতা দেবী। স্থানীয়দের অভিযোগ ,বহুদিন ধরেই এই বাড়ির উপর টার্গেট ছিল প্রোমোটারদের। তার জেরেই কি এই ঘটনা? তারও তদন্ত করছে পুলিশ।
West Bengal Weather Update: শুক্রবার থেকেই হাওয়া বদল! থাকবে না শীতের আমেজ, গরমেই কাটবে বড়দিন
মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বরাহনগর চ্যাটার্জি স্ট্রিটের একটি বাড়িতে। স্থানীয়দের দাবি হঠাতই বিকট বিস্ফোরণের মতো শব্দে ভেঙে পড়ে বাড়িটি। ছাদ পর্যন্ত ভেঙে পড়ে। স্পষ্ট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশেপাশের বাড়িও। মহিলাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ঘটনা স্থলেই মৃত্যু হয় বৃদ্ধার।