মেয়ের ফেসবুক থেকেই আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব, শেষ পর্যন্ত প্রেম। কিন্তু সেই তরুণ প্রেমিকের অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ায় তাঁর বাড়ির সামনে ধরনায় বসলেন ৪২ বছর বয়সি ওই 'প্রেমিকা'। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে।
ওই মহিলার অভিযোগ, আঠারো বছর বয়সী ওই যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি অন্য একজনকে বিয়ে করে নিয়েছেন। তাই 'স্ত্রী'র মর্যাদা পেতে তাঁর বাড়ির সামনে ধরনায় বসেছেন তিনি। মহিলার আরও অভিযোগ, ধরনা তুলে নেওয়ার জন্য তরুণের বাড়ির লোক তাঁকে মারধরও করেছেন। যদিও মহিলার সঙ্গে প্রেমের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই তরুণ। তাঁর দাবি বন্ধুত্ব ছাড়া ওই মহিলার সঙ্গে আর কোনও সম্পর্ক ছিল না তাঁর।
আরও পড়ুন - নন্দীগ্রামে থানা ঘেরাও বিজেপির মহিলা মোর্চার, উত্তেজনা
মুর্শিদাবাদে ডোমকল থানা এলাকার জোড়গাছার ওই বিবাহবিচ্ছিন্না মহিলার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় বাবলাবনার বাসিন্দা ওই তরুণের। মেয়ের ফেসবুক থেকেই তরুণের সঙ্গে আলাপ। ওই মহিলার মেয়ের বিয়ে হয়ে গেলে মায়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তরুণের। সেখান থেকেই প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। মায়ের এহেন কীর্তির কথা শুনে পাশে এসে দাঁড়াননি তাঁর দুই ছেলে মেয়ে।