উল্টোডাঙ্গা থানা এলাকায় কলকাতা স্টেশনের কাছে বছর চল্লিশের এক মহিলাকে মঙ্গলবার ধর্ষণ (raped and robbed in Kolkata) করা হয়েছে। ধর্ষণের পাশাপাশি ওই মহিলার টাকা ও অলঙ্কারও ছিনতাই করা হয়েছে। মহিলা পেশায় বাউলশিল্পী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ ওই মহিলা যখন কলকাতা স্টেশনের কাছে ক্যানেলের পাশের নির্জন রাস্তা দিয়ে ফিরছিলেন তখন বৃষ্টি শুরু হয়। মহিলা রাস্তার ধারে একটি শেডের তলায় আশ্রয় নিয়েছিলেন। তখন এক দুষ্কৃতী পিছন থেকে এসে তাঁর মুখ চেপে ধরে । এরপর গলায় ব্লেড ঠেকিয়ে তাঁকে কিছুটা দূরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মহিলার সোনার অলঙ্কার ও ব্যাগে রাখা আড়াই হাজার টাকাও কেড়ে নেয়। ধর্ষণের জেরে জ্ঞান হারিয়েছিলেন মহিলা। জ্ঞান ফিরলে কোনওক্রমে তিনি বাড়ি পৌঁছন।
West Bengal Covid Update: একদিনে রাজ্যে ফের আক্রান্ত ৩,০৬৭ জন, করোনায় মৃত ৫
বাড়ি থেকে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। তিনি উল্টোডাঙা থানায় অভিযোগ জানিয়েছেন। মহিলার মেডিকেল টেস্ট করা হয়েছে। ক্যানেলের পাশের রাস্তা পুলিশের নজরদারি কম বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নির্যাতিতা মহিলা জানিয়েছেন, তিনি একজন সরকারি অনুদানপ্রাপ্ত বাউলশিল্পী।