রাজ্যের বিস্ফোরণের তালিকায় এবার ভাঙড়। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চলের স্থানীয় চালতা বেড়িয়া থেকে বিস্ফোরণের খবর মিলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাশীপুর থানা অঞ্চলের এই এলাকার একটি বাড়িতে বিস্ফোরণ হয়েছে। তাতে একজন মহিলা আহত হয়েছেন। উড়ে গিয়েছে বাড়ির দেওয়াল। স্থানীয়দের দাবি, বিকট আওয়াজ পেয়ে তাঁরা ছুটে আসেন। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শুরু হয়েছে তৃণমূল এবং আইএসএফের মধ্যে রাজনৈতিক তরজা।
এদিকে বোমা বিস্ফোরণের পর ভাঙড়ে শুরু শাসক তৃণমূল এবং আইএসএফের মধ্যে কাজিয়া। আইএসএফের অভিযোগ যে বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে, তা তৃণমূল কর্মী শরিফুল্লা মোল্লার। তার বাড়িতে বোমা মজুত করা ছিল বলে অভিযোগ আইএসএফের। যদিও আইএসএফের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় জখম হয়েছেন শরিফুল্লার স্ত্রী রোশনা বিবি। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় পোড়া অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।