অটোয় করে যাওয়ার সময় মৃত্যু হল এক বৃদ্ধার। তাঁর নাম শাকিলা বিবি। তিনি সোনারপুরের দক্ষিণ জগদ্দল এলাকার বাসিন্দা। চিকিৎসকদের প্রাথমিক অনুমাণ প্রবল গরমে মৃত্যু হতে পারে তাঁর।
কী ঘটেছিল
মঙ্গলবার অটোয় করে চোহাটি যাচ্ছিলেন শাকিলা বিবি। সেসময় অটোতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অটো চালকের তৎপরতায় তাঁকে দ্রুত সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল আগেই, সেইমতো মঙ্গলবারই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল। এমনকি কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই ছিল। দুপুর পড়তেই কলকাতায় তাপপ্রবাহ শুরু হয়। ফলে যাতায়াতের সময় অনেককেই নাকাল হতে হয়েছে।