লোকাল ট্রেনে টাকার পাহাড়। চেকিং চালাতেই উদ্ধার প্রায় ৬০ লক্ষ টাকা। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে নৈহাটি জিআরপি থানার পুলিশ। টাকা গুনতে আনা হয়েছে মেশিন। তবে, ওই টাকা কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রুটিন তল্লাশি চালাচ্ছিল জিআরপি। সেই সময়ে আপ কল্যাণী লোকাল থেকে নামে এক যুবক। তাঁর ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় আধিকারিকদের। উদ্ধার করা হয় প্রচুর টাকা। জিজ্ঞাসাবাদ করা হলে ওই যুবক জানান, তাঁর নাম অভিষেক সোনকার ওরফে রোহন। বয়স ২৪।
এত টাকা তাঁর কাছে কীভাবে এল তা জিজ্ঞাস করা হলে তিনি জানিয়েছেন, এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে কাজ করেন তিনি। মূলত সোনার বাঁটের ব্যবসার কারণে এর আগেও একাধিকবার লোকাল ট্রেনে করে টাকা লেনদেন করেছেন তিনি। প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাঁকে গ্রেফতার করা হয়। খবর দেওয়া হয়েছে আয়করে। নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন।
টাকা গোনা না হলেও পুলিশের অনুমান প্রায় ৬০ লক্ষ টাকা রয়েছে ওই ব্যাগে। তবে, টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান। ওই যুবকের ফোন থেকে উদ্ধার হয়েছে একটি ছেঁড়া দশ টাকার নোটের ছবি। প্রাথমিক অনুমান, ওই ছেঁড়া টাকা সংকেত। কোথা থেকে এত টাকা এল, ওই টাকার কার তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।