ফাইনালে ভারতের হারের পরেই অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম রাহুল লোহার। তাঁর বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকায়। পরিবারের দাবি, ভারতের হারের ধাক্কা সহ্য করতে পারেননি রাহুল। সেই দুঃখে আত্মহত্যা করেছেন।
রাহুলের জামাইবাবু জানিয়েছেন, স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ করেন রাহুল। ফাইনাল ম্যাচের জন্য রবিবার কাজেও যাননি তিনি। বেলিয়াতোড় সিনেমাহলের প্রজেক্টারে তিনি খেলা দেখতে শুরু করেন। এরপর খেলা শেষে বাড়ি ফিরে আসেন। রাত ১১টা নাগাদ নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় রাহুলকে।
জানা গিয়েছে, রাহুল ক্রিকেট খেলা দেখতে খুবই পছন্দ করতেন। এবং ভারতই তাঁর পছন্দের দল ছিল। গতকাল যখন রাহুল বাড়ি ফেরে তখন বাড়ি ফাঁকা ছিল। ওঁর বাবা ও মা ছিলেন অন্যত্র। এবং রাহুলের ভাই বাড়িতে ছিলেন না। বাড়ি ফাঁকা থাকার কারণেই ওই কাণ্ড ঘটিয়েছেন তিনি।