বাইক নিয়ে বচসা। আর তার জেরেই খুন হতে হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। মৃত যুবকের নাম বাপন মান্না। খুনের অভিযোগ উঠেছে এলাকারই দুই বাসিন্দার বিরুদ্ধে। তাঁদের নাম আকাশ জানা এবং সাগর জানা। ঘটনার পর থেকে তাঁরা পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় কলাবাগানে একটি বাইক নিয়ে ঝামেলা শুরু হয়। যদিও ঠিক কী কারণে ঝামেলা তা জানা যায়নি। কারণ সেইসময় বাইক স্টার্ট দেওয়ার জন্য প্রবল শব্দ হচ্ছিল।
বাইক নিয়ে ঝামেলার সময় সেখানে উপস্থিত ছিলেন বাপন ও তাঁর দাদা। কিছুক্ষণ পর বাপন বাড়ি ফিরলেও তাঁর দাদা বাড়ির বাইরে ছিলেন। এরপর রাত আড়াইটে নাগাদ দাদাকে খুঁজতে বাড়ি থেকে বের হয় বাপন। অভিযোগ, সেই সময় ছুরি দিয়ে তাঁর উপর হামলা চালায় আকাশ এবং সাগর। তাঁর চিৎকারে এলাকাবাসীরা ঘটনাস্থলে পৌঁছয় এবং হাসপাতালে নিয়ে যায়। যদিও কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শুধুই কি বাইক নিয়ে ঝামেলা নাকি এর পিছনে অন্য কোনও রাজনৈতিক কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। বাপনকে একাধিকবার কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমাণ পুলিশের।