রাজ্যের প্রায় ৯ লাখ ছাত্রছাত্রীর আধার কার্ড তৈরির কাজ শুরু হচ্ছে আজ অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে । জেলায় জেলায় একাধিক শিবিরের আয়োজন করা বয়েছে । প্রাথমিক বিভাগ থেকে শুরু করে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পড়ুয়াদের আধার কার্ড তৈরি হবে ওই শিবিরে । মঙ্গলবার শিক্ষাদফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনই ঘোষণা করা হয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি জেলায় প্রত্যেকটি ব্লকে কম করে দুই জায়গায় শিবিরের আয়োজন করতে হবে । আর সে কাজে সাহায্য করতে হবে মহকুমা শাসক ও ব্লকের বিডিওদের । সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলে ছাত্ররাও এই শিবিরগুলো থেকে আধার কার্ড তৈরি করতে পারবে ।
আসলে, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সরাসরি অর্থ দেওয়া হয় ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে । আর তার জন্য ছাত্র-ছাত্রীদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক । সেখানে দেখা গিয়েছে রাজ্যের প্রায় সাড়ে ৯ লাখ ছাত্রছাত্রীর আধার কার্ড নেই । সেকারণের এবার শিক্ষাদফতর থেকে আধার তৈরির বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে ।