আগামী রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনার উদ্যোগ নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেইমতো আজ, বুধবার রাজধানীতে বৈঠক করবে অ-বিজেপি দলগুলি। কিন্তু সূত্রের খবর, মমতার ডাকা এই বৈঠকে নাও থাকতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আপ এবং কে চন্দ্রশেখর রেড্ডির তেলঙ্গনা রাষ্ট্রী সমিতি। ওই সূত্রে আরও দাবি করা হয়েছে, বৈঠক থেকে দূরত্ব বজায় রাখতে পারে অকালি দলও। এমনকী অনিশ্চিত বিজু জনতা দলের যোগদান। তবে, রাজনৈতিক মহলের দাবি, ২০২৪ সালে লোকসভা বৈঠকের আগে বিজেপি বিরোধী আন্দোলন জোরদার করতে মরিয়া বিরোধীরা। তাই তৃণমূল নেত্রীর ডাকা এদিনের মঞ্চকেই হাতিয়ার করতে চাইছে কংগ্রেস থেকে এনসিপি। সমাজবাদী পার্টি থেকে আরজেডি।
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের রণকৌশল কী হবে, তা ঠিক করতে বুধবার এই বৈঠক ডেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী শিবিরকে একজোট করায় সমর্থন জানালেও, বরাবরই কংগ্রেস মুক্ত তৃতীয় জোটের পক্ষে সওয়াল করে এসেছে টিআরএস। বিশেষ করে রাহুল গান্ধীকে নিয়ে খোলাখুলি আপত্তি জানিয়ে এসেছে তারা। রাহুল গান্ধী টিআরএসের তীব্র সমালোচনা করার পরে সেই তিক্ততা আরও বৃদ্ধি পেয়েছে। তাই মমতার ডাকা বৈঠকে না যাওয়ায় তাদের ব্যাখ্যা, “কংগ্রেসের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার প্রশ্নই ওঠে না।” শুধু তাই নয়, তাদের আপত্তির কথা জানা সত্ত্বেও কেন কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হল, তা নিয়েও প্রশ্ন তুলেছে টিআরএস।
উল্টোদিকে, আপের তরফে খোলাখুলি ভাবে কিছু স্পষ্ট করা হয়নি। তবে সূত্রের দাবি, এই বৈঠকে তাদের কোনও পাঠাচ্ছেন না কেজরিওয়ালের দল।