অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর পশ্চিমবঙ্গের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ছেড়েছে কেন্দ্র, রয়েছে বেশ কিছু শর্তাবলীও। তবে কেন্দ্র সাফ জানিয়েছে ওই প্রকল্পে বাড়ি কারা পাবে তা ঠিক করবে রাজ্য নয় কেন্দ্রই। কেন্দ্রের তরফে এও জানানো হয়, উপভোক্তাদের নাম চলতি মাসের মধ্যে কেন্দ্রের পোর্টালে না তোলা হলে, সেই প্রাপ্য টাকা অন্য রাজ্যকে দিয়ে দেওয়া হবে।
West Bengal Weather Update: বছর বিদায়ের সময় ফিরল শীত, এক ধাক্কায় ৬ ডিগ্রি পারদ পতন
নবান্ন সূত্রে খবর, সবে মাত্র ১৬% নাম তোলা গিয়েছে পোর্টালে, এখনও বাকি ৮৪% নাম তোলা। এই পুরো নাম ৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে তোলা মুখের কথা নয়। ব্যর্থ হলে বাংলার কোটার টাকা উঠবে অন্য রাজ্যে। ইতিমধ্যেই বুধবার এই বিষয়ে বিভিন্ন জেলাশাসকের এই বিষয়ে বৈঠক সেরেছেন হরিকৃষ্ণ দ্বিবেদী।