বিশ্বভারতী থেকে বিদেশি পড়ুয়াকে অপহরণের অভিযোগ। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মায়ানমারের এক পড়ুয়াকে অপহরণের অভিযোগ করা হয়েছে। ওই পড়ুয়ার নাম পান্না চা। স্থানীয় ইন্দিরাপল্লির একটি বাড়িতে ভাড়া থাকছেন ওই ছাত্র। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ।
সংস্কৃত নিয়ে পিএইচডি করছিলেন ওই পড়ুয়া। সন্ধ্যায় এই ব্যাপারে সরকারি ভাবে অভিযোগ দায়ের করা হয়। স্থানীয়দের দাবি, ওই পড়ুয়াকে অপহরণ করতে সাত থেকে আট জন দুষ্কৃতী এসেছিল। তাঁদের দাবি, প্রথমে একটি মেয়ে সম্পর্কে খোঁজ নিচ্ছিল।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে। এই ব্যাপারে অনেকের সঙ্গে কথা বলা হয়েছে। পড়ুয়ার খোঁজে জেলায় তল্লাশি চলছে। সতর্ক করা হয়েছে পড়শি ঝাড়খণ্ডকেও।