পশ্চিমবঙ্গ নয়, গবেষণার জন্য উত্তরপ্রদেশকেই বেছে নিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন। মূলত AI কে কাজে লাগিয়ে প্রান্তিক মানুষের কীভাবে আরও উন্নত পরিষেবা দেওয়া যায় সেই বিষয় নিয়েই গবেষণা করবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ।
কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে কেন উত্তরপ্রদেশে এই গবেষণা করছেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। জানা গিয়েছে, ওই গবেষণার একটি অংশ ইতিমধ্যে পশ্চিমবঙ্গে সম্পন্ন হয়েছে। এবং উত্তরপ্রদেশের জনঘনত্ব বেশি হওয়ার কারণেই ওই রাজ্যকে বেছে নিয়েছেন তিনি।
মঙ্গলবার অযোধ্যা যাওয়ার কর্মসূচি ছিল আদিত্যনাথের। কিন্তু অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় দেখা করার ইচ্ছা প্রকাশ করলে তিনি ওই কর্মসূচি পিছিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর আদিত্যনাথ জানিয়েছেন, আতি দ্রুত কাজ শুরু করতে পারবেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়। তাঁর গবেষণার কাজে কোনও সমস্যা হবে না।