তাঁর ওপরে নজর রাখতে গিয়ে নরেন্দ্র মোদী সরকার (BJP Government) ভুলে যাচ্ছে, গোটা দেশই তাঁদের ওপর নজর রাখছে। দুবাই থেকে টুইটে বিজেপি সরকারকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপর অভিষেকের ওপর সংযুক্ত আরব আমিরশাহি সরকারকে নজর রাখার আবেদন জানিয়েছে ইডি। সেই নিয়েই মোদী সরকারকে ঘুরিয়ে কটাক্ষ করলেন অভিষেক।
মঙ্গলবার দুপুরে একটি টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মোদী সরকারকে কটাক্ষ করেন তিনি। অভিষেক টুইটে লেখেন, "একই পরিশ্রম ও যত্নের সঙ্গে যদি নীরব মোদী ও বিজয় মাল্যের ওপর নজর রাখত মোদী সরকার, তাহলে দেশের মানুষের ৩০ হাজার কোটি টাকা ফিরে আসত।"
আরও পড়ুন: সাহস থাকলে তাঁর বুকে বন্দুক ঠেকাক, আলিপুরদুয়ারে জীবনকে জবাব মমতার
চোখের চিকিৎসা করাতে দুবাই যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল ইডি। আদালতে জানানো হয়, ফেরার বিনয় মিশ্র দুবাইয়ে আছে। তার সঙ্গে দেখা করতেই দুবাই যাচ্ছেন অভিষেক। কিন্তু ইডির যুক্তি মানেনি কেন্দ্র। জানানো হয়, যদি ইডি জানে, বিনয় মিশ্র দুবাইয়ে আছে, তাহলে কেন্দ্র সরকার তাকে গ্রেফতার করছে না কেন! এরপরই অভিষেককে দুবাই যাওয়ার অনুমতি দেয় আদালত। তবে অভিষেককে দুবাই সফরের যাবতীয় তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতের অনুমতি না পেলেও, আরব আমিরশাহি সরকারের কাছে অভিষেককে নজরবন্দি রাখার আবেদন করে ইডি। তা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধে। কোনও স্বাধীন দেশের জনপ্রতিনিধির ওপর এভাবে নজরদারি করা যায় কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে যায়।