'প্রধানমন্ত্রীর গ্যারান্টি জিরো গ্যারান্টি ।' বিগ্রেডের মঞ্চ থেকে মোদীর 'গ্যারান্টি' প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেইসঙ্গে ব়্যাম্পে হেঁটে জনগণকে তাঁর প্রশ্ন, 'কার গ্যারান্টি চায় বাংলা, মোদী না দিদি ?'
মোদীকে আক্রমণ করে অভিষেক বলেন, ২০১৪ সালে লোকসভা ভোটে জিতলে সবার অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেবেন বলেছিলেন প্রধানমন্ত্রী । কিন্তু সেই টাকা কেউ পাননি । অভিষেকের কথায়,' সুতরাং মোদীর গ্যারান্টি জিরো গ্যারান্টি' ।
একপরই ব়্যাম্পে হাঁটতে হাঁটতে প্রশ্ন ছুঁড়ে দিলেন অভিষেক, 'বাংলা কার গ্যারান্টি চায়, মোদী না দিদি ?' এদিনের সভায় একাধিকবার জনগণের উদ্দেশে এই প্রশ্ন করতে দেখা যায় অভিষেককে ।