একশো দিনের কাজ, আবাস যোজনায় বাংলার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে! সেই হিসেব-নিকেশ নিয়ে বিজেপিকে সরাসরি তর্কের চ্যালেঞ্জ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ পয়সার হিসেব দিলে রাজনীতি করবেন না বলেই দাবি করলেন তিনি।
এদিন সভায় অভিষেক জানান, আবাস যোজনার বকেয়া টাকা রাজ্যের তৃণমূল সরকারই মেটাবে। তিনি বলেন, "বিজেপির দয়ায় বাংলা বেঁচে নেই। আপনারা লোকসভা নির্বাচনে বাংলার পাশে থাকুন। কারও কাছে হাত পাততে হবে না।"