রাজ্যের দুর্নীতি প্রসঙ্গে বিজেপির তোলা অভিযোগ ফের উড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু উড়িয়ে দিলেন না, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবার ঘুরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীর দিকেই দুর্নীতি তির ছুড়ে দিলেন। দাবি করলেন শুভেন্দুকে ধরলেই সব সত্য বেরিয়ে আসবে। পাল্টা প্রতিক্রিয়ায় অভিষেকের বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়ে নিজের অবস্থানেই অনড় শুভেন্দু। শনিবারও নাম না করে প্রশ্ন তুলেছেন বিদেশি অ্যাকাউন্টের লেনদেন নিয়ে। এদিন পঞ্চায়েত ভোট নিয়ে অভিষেকের দাবি, মনোনয়ন জমা দিতে না পারলে, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।
বস্তুত, রাজ্যে দুর্নীতি প্রসঙ্গে প্রথম থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। গরু-কয়লার সঙ্গে শিক্ষক নিয়োগ এবং মিড-ডে মিল নিয়েও তাঁকে সম্প্রতি সক্রিয় হতে দেখা গিয়েছে। কিন্তু শনিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ তুলেছেন। অভিযোগ করেছেন, রাজ্যে এতদিন ধরে যে যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, তার প্রতিটি ব্যাপারেও ওয়াকিবহাল রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুকে ধরতে পারলেই, আসল ঘটনা বেরিয়ে আসবে বলেও কার্যত হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবে নিজের অবস্থানেই অনড় শুভেন্দু। এদিনও নাম না করে অভিষেকের বিরুদ্ধে গরুপাচার থেকে বিদেশি অ্যাকাউন্টে লেনদেন নিয়ে সুর চড়িয়েছেন। একসঙ্গে অভিযোগ করেছেন, আসন্ন পঞ্চায়েত ভোটে ব্যাপক রিগিং করার পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছে তৃণমূল। তার পাল্টা প্রতিরোধ হবে বলেও দাবি শুভেন্দুর।