তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের মূল কার্যালয়ে নতুন ভবন তৈরির অনুষ্ঠানে এসে জানান, সত্যের পথে চলতে হবে চাকরিপ্রার্থীদের। সরকার চায়, সবার চাকরি হোক। আইনি জটিলতার জন্যই নিয়োগ আটকে রয়েছে বলে দাবি তাঁর।
এদিনের মঞ্চে একাধিক বিষয় নিয়েই কথা বলেন অভিষেক, প্রতিষ্ঠা দিবসেই ২০২৪ এর লক্ষ্যের কথা জানালেন তিনি। তাঁর কথায়, 'দেশকে পথ দেখাবে বাংলা মডেল'। ভূমিপুজো সেরে বিজেপিকেও এক হাত নেন অভিষেক।