দক্ষিণ ২৪ পরগণা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত। কিন্তু ভোটযুদ্ধকে হালকাভাবে নিতে নারাজ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আমতলার কর্মীসভায় তাঁর বার্তা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী কী দিয়েছে, তা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাতে হবে। সেই সঙ্গে বোঝাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কী দেয়নি।
বিষ্ণুপুর এবং সাতগাছিয়া- এই দুই বিধানসভার কর্মীদের নিয়ে সভা করেন অভিষেক৷ তিনি বলেন, গত ১০ বছরে ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে তিনি কী কাজ করেছেন, তার খতিয়ান দিতে হবে মানুষের কাছে গিয়ে। অভিষেকের কথায়, "কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে। মমতার সরকার সেই টাকা নিজে থেকে দিচ্ছে। মানুষকে সেটাই জানান।"
বুধবারও আমতলায় বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে তিনি বলেছিলেন, ডায়মন্ড হারবারে যা কাজ হয়েছে, তা অন্য কোথাও হয়নি।