অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কি অভিমানী? গোয়ার বিধানসভা নির্বাচনের পরেই কি তিনি তৃণমূলের (TMC) সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেবেন? একাধিক প্রথমসারির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এমন সম্ভাবনা রয়েছে৷ যদিও কোনওকিছুই এখনও নিশ্চিত নয়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে অভিষেকের বৈঠক হলে পরিস্থিতি বদলে যেতেও পারে।
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, দলের অন্দরে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে যুযুধান পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী বনাম অভিষেক এবং আইপ্যাক। এর মধ্যেই মদন মিত্র (Madan Mutra) মুখ খুলেছেন অভিষেকের স্বপক্ষে। প্রবীণ সাংসদ সৌগত রায় (Sougato Roy) আইপ্যাকের সঙ্গে তৃণমূলের বিচ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।
তৃণমূল সূত্রকে উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যম লিখেছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েও নিজের মতো করে সংগঠন পরিচালনা করতে পারছেন না অভিষেক। পার্থ, বক্সীর মতো নেতারা দলনেত্রীকে জানিয়েছেন, ক্যামাক স্ট্রিটের নির্দেশে তাঁরা কাজ করতে পারবেন না। বিষয়টি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ স্বয়ং মমতাও। এর প্রেক্ষিতেই কেবল ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবেই থাকার কথা ভাবছেন অভিষেক।