সোমবার নবান্নে (Nabanna) গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন অভিষেক । জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ডাকেই এদিন নবান্নে যান অভিষেক । নবান্ন সূত্রে দাবি, সাংগঠনিক আলোচনার পাশাপাশি এদিন সংসদে শীতকালীন অধিবেশনে তৃণমূলের রণকৌশল নিয়েও আলোচনা (Abhishek-Mamata Meeting) হয়েছে দু'জনের মধ্যে ।
এদিন, বিকেল চারটে নাগাদ নবান্নে পৌঁছন অভিষেক । ঘণ্টাখানেক থেকে বিকেল পাঁচটা নাগাদ বেরিয়ে যান তিনি । মমতা-অভিষেকের এই ঘণ্টাখানেকের বৈঠক নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে । নবান্ন সূত্রের খবর, সাংগঠনিক আলোচনার জন্যই মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছেন অভিষেককে। তাছাড়া, আগামী ৭ ডিসেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে । সেখানে তৃণমূলের রণকৌশল কী হবে, তা নিয়েও নবান্নে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এ বারের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং সাংসদ জন বার্লার গ্রেফতারির দাবি নিয়েও সরব হবেন তাঁরা। সেই বিষয় নিয়েও এদিন মুখমন্ত্রীর সঙ্গে অভিষেকের আলোচনা হয়েছে বলে সূত্রের খবর ।
আরও পড়ুন, D.El.Ed Question Paper Leaked: এবার ডিএলএড পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, তদন্ত কমিটি গঠন পর্ষদের
উল্লেখ্য, মঙ্গলবার তিন দিনের সফরে সুন্দরবন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই নতুন জেলা গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন তিনি। সম্প্রতি কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকে দুটি নতুন জেলা গঠনের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নতুন দুটি জেলা হল বসিরহাট ও সুন্দরবন। বর্তমানে দুই ২৪ পরগনা মিলিয়ে মোট ১৯টি ব্লক রয়েছে সুন্দরবনে। যার মধ্যে বেশির ভাগটাই দক্ষিণ ২৪ পরগনার মধ্যে। ওই ১৩টি ব্লক নিয়েই তৈরি হবে সুন্দরবন জেলা। যা সজনেখালিতে গিয়ে হয়তো ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনার অন্তর্গত ছ’টি ব্লক নিয়ে বসিরহাট জেলা তৈরি করা হবে।