গোয়া(Goa) থেকে ফিরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। দিল্লি এবং কলকাতায় কীভাবে তৃণমূল(TMC) প্রচার চালাবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। গোয়ার(Goa) রাজনৈতিক হাল-হকিকত নিয়েও খবরাখবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে(Mamata Banerjee) বৈঠকের পর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) তাঁর কাজের গতি বাড়াচ্ছেন। তবে তৃণমূলের(TMC) পক্ষ থেকে জানানো হয়েছে, কোনওরকম বিভ্রান্তি ছড়ানোর সুযোগ তারা কাউকে দেবে না। রাজ্যসভায়(Rajyasabha) তৃণমূলের মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় চিঠি দিয়েছেন দলের বিক্ষুব্ধ অংশকে। তৃণমূল(TMC) সম্পর্কে কোনও অপপ্রচার বরদাস্ত হবে না বলে জানানো হয়েছে চিঠিতে।
আরও পড়ুন- Sonia on Tmc : বাজেট অধিবেশনেও তৃণমূলকে পাশে চায় কংগ্রেস, ঘুরিয়ে বার্তা সনিয়ার
আরও জানা গেছে, রাজ্যপালের(Governor Of West Bengal) বিষয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব থেকে শুরু করে বড়সড় আন্দোলনের পথে যাচ্ছে তৃণমূল(TMC)। এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) বেশকিছু প্রচার কৌশলের নির্দেশ দিয়েছেন দলে। সিনিয়ার এবং জুনিয়রদের মেলবন্ধনে তৃণমূলকে(TMC) আগামীতে দেশের কাছে বিজেপি বিরোধী মূল শক্তি হিসেবে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন মমতা-অভিষেক দুজনেই।