রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে নবজোয়ার যাত্রা নিয়ে ঢুকে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা প্রায় ৭ ঘণ্টা হেঁটে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ নন্দীগ্রাম টাউনে পৌঁছন অভিষেক। বিকেল সাড়ে ৩টে নাগাদ চণ্ডীগ্রাম থেকে পায়ে হেঁটে রওনা দেন অভিষেক। প্রায় ২০ কিলোমিটার রাস্তার দু'ধারে ভিড় করেছিলেন উৎসাহীরা। জনসংযোগ করার ফাঁকে টুইট করে বিজেপিকে আক্রমণ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। উল্লেখ্য, বুধবার বিজেপি নেতা শুভেন্দুর খাসতালুক কাঁথিতে কর্মসূচি ছিল অভিষেকের৷ বৃহস্পতিবার তিনি পৌঁছে গেলেন নন্দীগ্রামে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পরাস্ত করেন বিজেপির শুভেন্দু। অভিষেকের কর্মসূচি প্রসঙ্গে বিরোধী দলনেতার মন্তব্য ছিল, "নন্দীগ্রাম শুধু আমার এলাকা নয়। আমি সেখানকার জনপ্রতিনিধি মাত্র। আর স্বাধীন, গণতান্ত্রিক দেশে যে কোনও রাজনৈতিক দল যে কোনও জায়গায় কর্মসূচি করতে পারে।" অন্যদিকে চণ্ডীপুর থেকে নন্দীগ্রামের দিকে যাত্রা শুরুর আগে মানুষের আর্শীবাদ চেয়ে টুইট করেন অভিষেক।
অভিষেকের কর্মসূচি ঘিরে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম৷ রাস্তার দু'পাশ পতাকা ও ব্যানারে মুড়ে ফেলেন তৃণমূল সমর্থকরা। অভিযোগ, কিছু ব্যানার ছিঁড়ে ফেলেছেন বিজেপি কর্মীরা।