কলকাতায় ইডির জেরার মধ্য়েই আগামী সোমবার পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। কয়লা তদন্তে ইডিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। শুনানি শেষে অভিষেকের আইনজীবীর দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তদন্তের নামে অভিষেককে হেনস্তা করছে। অহেতুক বারবার ডাকা হচ্ছে। বিদেশে চিকিৎসার জন্য গেলেও বাধা দেওয়া হচ্ছে। আদালত অভিষেকের পক্ষের আইনজীবীদের যুক্তি সোনার পর আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করে। জানিয়ে দেওয়া হয়, সোমবার পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করা যাবে না।
অভিষেকের আইনজীবীর এই দাবিই টুইট করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। গত মঙ্গলবার অভিষেককে নতুন করে ইডির সমন পাঠানোর কথা প্রকাশ্যে আসে। সেই সমন মতো এদিন সকাল থেকে সিজিও কমপ্লেক্সে যান ডায়মন্ডহারবারের সাংসদ। কয়লা পাচার কাণ্ডে আগেও একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই তিনি তদন্তে সহযোগিতা করেছেন। সেইমতো এবারেও তদন্তকারীদের সঙ্গে তিনি সহযোগিতা করবেন বলেই দাবি অভিষেকের ঘনিষ্ঠ মহলের।
এসবের মধ্যেই এদিন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের দাবি, শুক্রবার কিছু একটা ঘটে যেতে পারে। সুকান্তর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা।