সাগরদিঘি বিধানসভার উপ-নির্বাচনে তৃণমূলকে হারাতে আদা-জল খেয়ে মাঠে নেমেছে কংগ্রেস-বিজেপি। রবিবার সাগরদিঘির প্রচারে এই অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিজের অভিযোগের প্রমাণে এই কেন্দ্রে বাম-কংগ্রেসের জোটের প্রার্থী বাইরিন বিশ্বাসের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ছবিও তুলে ধরেন তিনি। অভিষেকের দাবি, এখানেই স্পষ্ট রাজ্যে বাম-বিজেপি-কংগ্রেস জোট করে তৃণমূলকে হারাতে চাইছে। যা অসম্ভব বলেও দাবি অভিষেকের।
রাজ্যের উপ-নির্বাচনেও বাম-কংগ্রেস জোট করেই প্রার্থী দিয়েছে। কিন্তু রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলে থাকার সময় মুর্শিদাবাদ জেলার দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। সেইসময় থেকেই বাইরন বিশ্বাস এলাকায় শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। এদিন দিঘির পাড়ের জনসভায় এই দু জনের ছবি প্রকাশ্যে এসে অভিষেকের প্রশ্ন, এবার জনতাই ঠিক করুক, কাকে ভোট দেবেন ? এদিন জনসভায় শুভেন্দুকে তো বটেই এমনকী নাম না কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকেও মীরজাফর বলে তোপ দাগেন অভিষেক।
সাগরদিঘির উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। যিনি সম্পর্কে তৃণমূল নেত্রীর সম্পর্কে ভাইও। তাঁর হয়েই এদিন প্রচার করেন অভিষেক। ফের প্রশ্ন করেন কেন শুভেন্দু-অধীর-সুজন চক্রবর্তীদের নামে সুদীপ্ত সেন টাকা নেওয়ার কথা লিখিত ভাবে দিলেও ডাকছে না ইডি ? কেন তাঁকে ২০ বারের বেশি নোটিস পাঠানো হয়েছে ? রাজনৈতিক মহলের দাবি, এদিন প্রচারে অভিষেকের তীর যেমন বিজেপির দিকে ছিল। তেমনই বাম-কংগ্রেস জোটকেও কটাক্ষ করেছেন তিনি।