আইনজীবীকে সঙ্গে নিয়ে রবিবার ইডি দফতরে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। ঘড়ির কাঁটা বলছে, তখন মধ্যরাত।
রবিবার রাত সাড়ে ১২ নাগাদ তাঁকে তলব করা হয়েছিল বলে দাবি মেনকার আইনজীবীর। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে সল্টলেক সিজিও দফতরে পৌঁছে যান অভিষেকের শ্যালিকা। বেশ কিছুক্ষণ হাতে নোটিস নিয়ে অপেক্ষা করার পর কাউকে না দেখতে পেয়ে তাঁরা ফিরে যান।
মেনকা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঢোকার মূল ফটক তালাবন্ধ ছিল সেই সময়। নিরাপত্তারক্ষীদের নোটিসের কথা জানাতে গেট খুলে দেন রক্ষী। ইডির অফিস তালাবন্ধ থাকায় কিছু ক্ষণ অপেক্ষার পর কারও সাড়া না পেয়ে ফিরে যান দাবি মেনকার আইনিজীবীর। কিন্তু রাত সাড়ে ১২টা নাগাদ মেনকাকে ইডির তলব কেন, তা স্পষ্ট হয়নি।
কিছু দিন আগেই কয়লা-কাণ্ডে ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেককে। এই মামলায় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন অভিষেকের শ্যালিকাও। সম্প্রতি কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে যে, দিল্লি নয়, কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে মেনকাকে। মেনকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলেও আদালতের নির্দেশ।