ইডির তলব পেয়ে হাজিরা দিলেন অভিষেক পত্নী রুজিরা (Rujira)। কয়লাপাচার মামলার তদন্তে ইডি (ED) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরাকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায়।
উল্লেখ্য, কয়লাপাচার-কাণ্ডে এর আগে একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে রুজিরাকে দিল্লিতে তলব করেছিল ইডি। কিন্তু হাজিরা দেননি রুজিরা। এরপর তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। তাছাড়া অতীতে অভিষেকের বাড়িতে গিয়েও রুজিরাকে একবার জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। একই মামলায় ইতিমধ্যেই কয়েক বার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা রুজিরার স্বামী অভিষেক। বৃহস্পতিবার ইডির তলব পেয়ে বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে যান রুজিরা। তাঁকে একটি সাদা গাড়ি থেকে নামতে দেখা যায়। কোলে ছিল সন্তান। গাড়ি থেকে নেমেই তিনি সিজিও কমপ্লেক্সের ভিতরে ঢুকে যান। সংবাদমাধ্যমের কারোও সঙ্গে কথা বলেননি।
ED summoned Rujira:কয়লাকাণ্ডে অভিষেক-পত্নী রুজিরাকে ইডির তলব, সিজিওতে হাজিরার নির্দেশ
কয়েক দিন আগে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সে বার অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতনে’ গিয়ে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। সূত্রের খবর, রুজিরাকে তাঁর বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হয়। প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে।