পঞ্চায়েত ভোট মিটে গেলে রাজ্যের দাবি-দাওয়া নিয়ে দিল্লিতে অবস্থান করবে তৃণমূল। কর্মসূচিতে দলের সর্বভারতীয় চেয়ারপার্সন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যাবেন। পূর্ব বর্ধমানের বৈদ্যপুরে এবার এমনই ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী দিন এই লড়াই দিল্লিতে যাবে। ততদিন পর্যন্ত চলবে, যতদিন আমরা প্রাপ্য দিল্লি থেকে আদায় করতে পারছি। দরকার হলে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলনে যোগ দেবেন।" এরপরই অভিষেক জানান, সবাইকে তিনি দিল্লি নিয়ে যাবেন।
আরও পড়ুন: রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়, নিয়োগ রাজভবনের