তৃণমূল কংগ্রেসের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে? দীর্ঘদিন ধরেই এই বিতর্কে সরগরম শাসকদলের অন্দরমহল। এবার সেই বিতর্কের সপাট জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। উত্তর ২৪ পরগনার শ্যামনগরে দলীয় সমাবেশ থেকে তাঁর স্পষ্ট বার্তা, ‘‘তৃণমূলে এক নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় আর দু’নম্বরে দলের কর্মীরা। তাঁরাই দলের সম্পদ।’’
তবে শ্যামনগরের সমাবেশ(TMC Samavesh in Shyamnagar) থেকে বিজেপিকে(BJP) বিঁধতেও ছাড়েননি ডায়মণ্ডহারবারের সাংসদ। অভিষেক বলেন, ‘‘বিজেপির কাছে রয়েছে অর্থ আর কেন্দ্রীয় এজেন্সি। আমাদের হাতে রয়েছেন কর্মীরা।’’
আরও পড়ুন- Mamata Banerjee slams purulia DM : পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক, জেলাশাসককে তোপ মুখ্যমন্ত্রীর
চলতি মাসের গোড়ার দিকেই তৃণমূলে দ্বিতীয় কে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। সেটা তৈরি করেন দলের নেতা কুণাল ঘোষ(Kunal Ghosh), সাংসদ অপরূপা পোদ্দাররা(MP Aparupa Podder)। টুইট যুদ্ধের সেই আবহে উত্তরাধিকার প্রসঙ্গে মন্তব্যে অংশ নেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) মতো প্রবীণ নেতাও।
মমতা তো নয়ই অভিষেকও সেই সময়ে এ নিয়ে মুখ খোলেননি। পরে অসমে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে অবশ্য এমন প্রশ্ন উঠে আসে অভিষেকের(Abhishek Banerjee in Assam tour) সামনে। তখন তিনি বলেছিলেন, ‘‘আমি প্রথম দিনই বলেছি, দল আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে, আমি সেই কাজ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী। এবং তাঁর নেতৃত্বে বাংলা যেন দেশকে পথ দেখায়। এই মুহূর্তে আমার লক্ষ্য তৃণমূলকে(TMC) আরও ১০টি রাজ্যে প্রতিষ্ঠা করা সাধারণ সম্পাদক হিসেবে।’’
তবে সোমবার অভিষেকের(Abhishek Banerjee's speech in Shyamnagar) বক্তব্যেও উত্তরসূরি প্রসঙ্গে সঠিক উত্তর মেলেনি। বরং, কর্মীদের উৎসাহিত করার বার্তা দিয়ে অনেকেরই মনে থাকা সেই কৌতূহল জিইয়ে রাখলেন।