পুলিশ কী ব্যবস্থা নেবে! সমাজবিরোধীদের সুরক্ষা দিচ্ছে আদালত। বিচার ব্যবস্থার একাংশকে ফের কটাক্ষ । এসএসকেএম হাসপাতালে জখম দলীয় কর্মীদের দেখতে এসে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। বিচারব্যবস্থাকে কটাক্ষ করে তিনি বলেন, "পুলিশ কী করবে। সবাইকে হাই কোর্ট প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে। আমি যেটা বারবার বলেছি, বিচারব্যবস্থার একাংশ, যেভাবে বারবার বিজেপিকে মদত দিচ্ছে, গণতন্ত্রের দ্বিতীয় স্তম্ভ বিচারব্যবস্থা। চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম। এই দুটি স্তম্ভকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা ক্ষমতায় এসে বিজেপি চালিয়ে যাচ্ছে।"
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নামও উল্লেখ করেন অভিষেক। রাজাশেখর মান্থা শুভেন্দুকে সম্ভাব্য অপকর্মের জন্যও আগেভাগে নিরাপত্তা দিয়ে রেখেছেন বলেও ক্ষোভ উগরে দেন তিনি।