হিরণকে এবার আইনি লড়াইয়ের পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা অজিত মাইতি-হিরণের একটি ছবি প্রকাশ্যে আসার পর এ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন অভিষেক। শনিবার নোদাখালিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রয়োজনে মানহানির মামলা করুক হিরণ।
এদিন অভিষেক বলেন, তিনি যদি হিরণের জায়গায় থাকতেন আর কেউ যদি তাঁর ছবি বিকৃত করত, সেক্ষেত্রে তিনি দুটো কাজ করতেন। প্রথমত, মানহানির মামলা, দ্বিতীয়ত, ক্রিমিনাল কেস। এরপরেই তিনি হিরণের উদ্দেশ্যে বলেন, ওনার উচিত মামলা করা। তাহলেই দেখে নেওয়া যাবে উনি কোথায় ছিলেন।
আরও পড়ুন- Malda News: বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে বৃদ্ধের বিবস্ত্র দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
অন্যদিকে, শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন খড়্গপুরের বিজেপি বিধায়ক। সেখানে তিনি ফের গরুপাচার মামলায় সরাসরি নিশানা করেন ঘাটালের সাংসদ দেবকে। এরপরেই তিনি মিঠুন চক্রবর্তীকে নিয়েও আশঙ্কা প্রকাশ করেন। হিরণ এদিন বলেন, “মিঠুনদাকে না বিপদে পড়তে হয়।”