শনিবার হলদিয়ার জনসভায় ভাষণ দিতে গিয়ে বিচার ব্যবস্থার বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, বিচার ব্যবস্থার ১ শতাংশ তল্পিবাহক হিসেবে কাজ করছে। এছাড়া অভিষেক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম না করে বলেন তিনি মেদিনীপুরকে দিল্লির কাছে বিক্রি করছেন।
এদিন বিচারব্যবস্থাকে কটাক্ষ করে অভিষেক বলেন, "আমার বলতেও লজ্জা লাগে, যে বিচারব্যবস্থার একজন দুজন আছে, তারা তল্পিবাহক হিসেবে কাজ করছে। ১ শতাংশ মানুষ। কিছু হলেই সিবিআইকে দিয়ে দিচ্ছে।মার্ডার কেসের তদন্ত সে করে দিচ্ছে। আপনি শুনেছেন কোনও দিন!"
এদিন হলদিয়ায় (Haldia) নাম না করে শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করে অভিষেক বলেন, "যার নেতৃত্বে বিদ্যাসাগরের মূর্তি ২০১৯ সালে ভাঙা হল, তাঁর নেতৃত্বে এখানকার যিনি সর্বেসর্বা ছিলে তার পদলেহন করা হল। তার পদলেহন বললেও কম হবে। নিজেকে ইডি ও সিবিআই থেকে বাঁচাতে পূর্ব মেদিনীপুরের আবেগকে দিল্লির বুকে বিক্রি করেছেন।"
আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে ববিতার কাছে নথি চাইল সিবিআই
সম্প্রতি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাইকোর্টের নির্দেশে তলব করে সিবিআই। এমনকী এদের মন্ত্রিসভা থেকেও সরিয়ে দেওয়ারও আবেদন করেছে আদালত। হাই কোর্টের এই রায়ে মুখ পুড়েছে রাজ্য সরকারের। এই ঘটনায় সরকারের পাশাপাশি অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেসও।