সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই সংগঠন গুছোতে কোমর বেঁধে নেমে পড়ল তৃণমূল(TMC)। যে জনসংযোগকে হাতিয়ার করে বাংলায় সংগঠন বাড়িয়েছে দল, এবার তাতেই শান দিতে প্রস্তুত অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। 'দিদিকে বলো'-এর আদলে এবার ডায়মণ্ড হারবারে শুরু হল নতুন কর্মসূচি- 'এক ডাকে অভিষেক।'
২০২১ সালে 'দিদিকে বলো' কর্মসূচি(Didi ke bolo) চালু করে শোরগোল ফেলে দেয় শাসকদল। এবার ২০২৪ লোকসভা ভোটের আগে রাজ্যের সমগ্র রাজনৈতিক মানচিত্রে নিজেদের জায়গা পাকাপাকিভাবে করে নিতে বদ্ধপরিকর তৃণমূল। এই নয়া কর্মসূচিতে টোল ফ্রি নম্বরে ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন ডায়মণ্ড হারবারের মানুষ।
ডায়মন্ড হারবারে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘এক ডাকে অভিষেক (Ek Dake Abhishek)।’ ৭৮৮৭৭৭৮৮৭৭ হল হেল্পলাইন নম্বর। এই টোল ফ্রি নম্বরে ফোন করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দারা তাঁদের সাংসদ অভিষেকের কাছে বিভিন্ন সমস্যা ও সেগুলির সমাধানের আর্জি জানাতে পারবেন।
উনিশের লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের খারাপ ফলের পর প্রশান্ত কিশোরকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করে শাসকদল। সেই পিকে-র প্রথম কর্মসূচি ছিল, ‘দিদিকে বলো।’ বাংলায় কোথায় কী অসুবিধা, কার কী সমস্যা, কোথায় কী অন্যায় হচ্ছে—সবাই একটি নির্দিষ্ট নম্বরে ফোন করে জানাতেন। তা পৌঁছে যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে। সেসব সমাধানের চেষ্টা করত পার্টি এবং প্রশাসন। এবার খানিকটা সেই মডেলেই চালু হল 'এক ডাকে অভিষেক' কর্মসূচি।