একুশে জুলাই সমাবেশ অনুষ্ঠানের জন্য দলীয় নেতা-কর্মীরা কোনও চাঁদা তুলতে পারবেন না। কেউ নির্দেশ অমান্য করলে তাঁকে বহিষ্কার করা হবে। শুক্রবার দলীয় বৈঠকে এবিষয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত দু’বছর ধরে কোভিডের জন্য একুশে জুলাইয়ের (21st July) ভার্চুয়াল সমাবেশ করতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে (TMC)। এবার ফের দলের তরফে ধর্মতলায় সমাবেশ করবে বাংলার শাসকদল। শুক্রবার তৃণমূল ভবনে সেই সমাবেশের প্রস্তুতি বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছেন, একুশে জুলাইকে সামনে রেখে কোনও চাঁদা তোলা যাবে না। এ ব্যাপারে অভিযোগ এলে সংশ্লিষ্ট নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার করা হবে। অভিষেক বলেন, এবছর একুশে জুলাই সমাবেশের দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে। তাই সেই সমাবেশকে সামনে রেখে কোনও আর্থিক অনিয়ম দলের তরফে বরদাস্ত করা হবে না।
TMC Group Clash in Santipur: তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে রণক্ষেত্র শান্তিপুর, পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি
সমাবেশের জন্য রাজ্যের প্রতিটি জেলার ব্লক স্তর ও বুথ স্তর থেকে বাস, লরি ভাড়া করে স্থানীয় নেতারা কলকাতায় লোক নিয়ে আসেন। সেই বাবদ ভাড়া ও লোকজনের খাওয়া ও থাকা বাবদ প্রচুর টাকা খরচ হয়। এই প্রসঙ্গে অভিষেক বলেছেন, দলের যে তহবিল রয়েছে সেখান থেকে টাকা খরচ করতে হবে। কিন্তু একুশে জুলাইয়ের নাম করে আলাদা ভাবে কোনও চাঁদা তোলা চলবে না।