ডায়মন্ডহারবারে এবার চিকিৎসকদের নিয়ে ডক্টরস সামিট ২০২৪ আয়োজন করতে চলেছেন তৃণমূল কংগ্রেসে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে ডায়মন্ড হারবারের চিকিৎসকদের। সেখানে মূল বক্তা হিসেবে হাজির থাকবেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
চলতি বছরের ৩০ নভেম্বর সমন্বয় পেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ওই কর্মসূচির। যার নাম দেওয়া হয়েছে হেলথ ফর অল। এবং ওই কর্মসূচির প্রচারকের জায়গায় নাম রয়েছে শান্তনু সেন এবং মহম্মদ মিরাজউদ্দীন।
জানা গিয়েছে,সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালে কোভিডের সময় নমুনা পরীক্ষার ক্ষেত্রেও ডায়মন্ড হারবার সবথেকে এগিয়ে ছিল। সেই ট্রেন্ডই ফলো করতেই এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।
RG কর কাণ্ডের পর চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের দূরত্ব তৈরি হয়েছে বলেই জল্পনা তৈরি হয়েছিল। রাজনৈতিক মহলের অনেকেই জানিয়েছিলেন,চিকিৎস সমাজ শাসক দল থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। এই পরিস্থিতিতেই চিকিৎসকদের নিয়ে নয়া কর্মসূচি নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।