পঞ্চায়েতে শাসকদলের পাখির চোখ নদিয়া। ফলে কাঁথির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) পরবর্তী গন্তব্য হতে চলেছে নদিয়া। ১৭ ডিসেম্বর রাণাঘাটে সভা করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক(TMC)। লোকসভা নির্বাচন থেকেই জেলায় ভোট বেড়েছে বিজেপির(BJP in Nadia)। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে ৯টি আসন দখল করে গেরুয়া শিবির। যা স্বভাবতই চিন্তার ভাঁজ ফেলেছে শাসকদলের কপালে। ফলে রাস উৎসব থেকেই দফায় দফায় জেলাজুড়ে জনসংযোগ বাড়াচ্ছে তৃণমূল। নভেম্বরে তিনদিনের নদিয়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) শান্তিপুরের রাস উৎসবে অংশ নেন।
নদিয়া জেলায় মূল ফ্যাক্টর মতুয়া ভোট(Matua Vote Bank)। সেই ভোটেই এবার নজর শাসক দলের। বিজেপির(BJP on Matua Vote Bank) থেকে মতুয়া ভোট নিজেদের দিকে আনতে মরিয়া তৃণমূল(TMC)। ১৭ ডিসেম্বর ঝটিকা সফরে রানাঘাট যাবেন অভিষেক। ৭ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। অধিবেশনের প্রথম দিন থেকেই সংসদে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(TMC MP Abhishek Banerjee)। মাঝে রানাঘাটে সভার জন্য কলকাতায় ফিরবেন। একদিনের সফর শেষে ফের দিল্লি যাবেন ডায়মণ্ড হারবারের সাংসদ।
রাজনৈতিক মহলের ধারণা, পঞ্চায়েত ভোটেও মতুয়া-মন টানতে সিএএ-এনআরসিকে(CAA-NRC) হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সুর চড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নদিয়ার সভা থেকে গেরুয়া শিবিরকে(BJP) পাল্টা চ্যালেঞ্জ ছুড়তে পারেন তৃণমূল সাংসদ(TMC MP)।