শুক্রবার নিজের ক্যামাক স্ট্রিটের দফতরে এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কেউ ২৫০ দিন, কেউ ৪৫০ দিন, কেউ বা তারও বেশিদিন রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ন্যায্য চাকরির দাবিতে পথে নেমেছেন। অবস্থান করছেন। আন্দোলন থেকে পিছু হটেননি কিছুতেই। এবার সেই চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় তা স্পষ্ট করে দিয়েছিলেন অভিষেক ।
আরও পড়ুন: উদ্ধার প্রায় ২৮ কোটি, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে কীভাবে ১৮ ঘণ্টা অপারেশন চালাল ইডি
উল্লেখ্য, অভিষেকের দফতরের পক্ষ থেকে আন্দোলনকারীদের নেতা শহীদুল্লাহ্ নামে এক ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। এরপর শহীদুল্লাহ্ জানান,‘আমাদের দীর্ঘ দিনের দাবি কী তা নিশ্চয়ই উনি শুনেছেন। আমাদের দাবি, যোগ্য প্রার্থীরা যাতে সকলেই চাকরি পান। আমরা আশাবাদী উনি এলে সেই সমস্যার সমাধান হবে।’’