পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতহীন বীরভূম তৃণমূলের চিন্তা বাড়াচ্ছে। খুব দ্রুত বীরভূম (Birbhum) জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সিউড়িতে তৃণমূলের (TMC) মহকুমা বৈঠকের পর এমনটাই জানান জেলা নেতারা। সূত্রের খবর, সম্ভবত অগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথমেই কলকাতায় বীরভূম জেলা নেতৃত্বকে নিয়ে বসবেন রাজ্য নেতারা।
আগামী ২৪ অগস্ট বোলপুরে কেন্দ্র তথা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ করবে তৃণমূল। দ্বিতীয়ত, ২৫ অগস্ট থেকে তারাপীঠে কৌশিকী অমাবস্যা। ফলে সংগঠনের লক্ষ্য, কর্মসূচি নিয়ে বৈঠকে বসেন আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরি, অভিজিৎ সিংহ, নীলাবতী সাহা, মলয় মুখোপাধ্যায়ের মতো নেতারা।
আরও পড়ুন- ED on Coal Scam: কয়লাকাণ্ডে রাজ্যের আইপিএসদের দিল্লি তলব ইডির, হাজিরা এড়ালেন জ্ঞানবন্ত সিং
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের পরে তিন মহকুমায় অনুব্রতহীন বৈঠক হল। তবে রামপুরহাটের বৈঠকে অনুব্রতকে নিয়ে যে আবেগ ছিল, সিউড়িতে তা কাটিয়ে উঠেছে দল। সিউড়িতে প্রতি সপ্তাহে এসে ভবনের দোতলায় যে চেয়ারে বসতেন অনুব্রত, এদিনের বৈঠকে সে চেয়ার আনা হয়নি।