ইডি ডেকে পাঠালেও মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে ভাঙড়ে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি।
গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়ে ডেকে পাঠিয়েছিল ED। মঙ্গলবার তাঁকে হাজির থাকতে বলা হয়েছিল। কিন্তু নদিয়ার কৃষ্ণগঞ্জের নবজোয়ার কর্মসূচি থেকে অভিষেক জানিয়ে দেন, তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়।
এই প্রথম নয়, নবজোয়ার কর্মসূচি চলাকালীন আরও একবার ডেকে পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেসময় বাঁকুড়ার সভা থেকে সরাসরি নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন তিনি।
ইডির চিঠি পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক। তিনি জানিয়ে দিয়েছিলেন, “আমি কারও চাকর নই যে ডাকলেই যেতে হবে। নবজোয়ার শেষ হলেই পঞ্চায়েতের প্রচার। ৮ জুলাই ভোট মিটলে দেখা যাবে।”
এদিকে দলীয় সূত্রে খবর, তাঁর নবজোয়ার কর্মসূচিতে সামান্য় রদবদল করা হয়েছে। মঙ্গলবার বারুইপুর এলাকাতে কর্মসূচি থাকলেও সেই সূচির পরিবর্তন করা হয়েছে। এবং ভাঙড়ে সভা করবেন অভিষেক।