নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। সেই মামলায় ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে ইডি। সূত্রের খবর ওই চার্জশিটে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জানা যাচ্ছে, ওই চার্জশিটের ৭৫ নম্বর পাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম রয়েছে।
সূত্রের দাবি, চার্জশিটে উল্লেখ রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। ইডির দাবি, মানিক ভট্টাচার্যেরও ঘনিষ্ঠ ছিলেন কালীঘাটের কাকু। সূত্রের দাবি, চার্জশিটে বলা হয়েছে অভিষেকের বার্তা মানিক ভট্টাচার্যের কাছে পৌঁছে দিতেন সুজয় কৃষ্ণ ভদ্র। তবে ওই চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী বা অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়নি বলেই জানা গিয়েছে।