রাজ্য়ের শাসক দলের 'নতুন তণমূল' পোস্টারের মধ্যে রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছোঁয়া দেখছেন বিজেপি সাংসদ এবং সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এই পোস্টারকে কেন্দ্র করে অবশ্য বেশ কড়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া। শুভেন্দুর দাবি, ইডি-সিবিআইয়ের সাঁড়াশি চাপে আগামী ছ'মাসের মধ্যেই উঠে যাবে তৃণমূল। এই পরিস্থিতিতে জল মাপছে শাসক দল তৃণমূল। দুবাই থেকে ফিরেই হয়তো এই পোস্টার সম্পর্কে কর্মী-সমর্থকদের কাছে খোলসা করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
একুশে জুলাইয়ের সভামঞ্চে নতুন তৃণমূল তৈরির ডাক দিয়েছিলেন অভিষেক। মঙ্গলবার রাত থেকেই সেই স্লোগান তুলে নতুন তৃণমূলের পোস্টার পড়েছে দক্ষিণ কলকাতার একাধিক অঞ্চলে। আগ্রহ বেড়েছে শহরবাসীর। এমনকী, রাজনৈতিক মহলেরও। এই পরিস্থিতিতে বুধবার পশ্চিম মেদিনীপুরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূলের এই পোস্টারের মধ্যে লুকিয়ে আছে বুদ্ধদেব ভট্টাচার্যের নতুন সিপিএমের ছোঁয়া। তাঁর প্রশ্ন, এই একই স্লোগান তুলে বাংলায় ক্ষমতায় এসেছিল সিপিএম। তারপর কী হয়েছিল ? তাঁর আরও অভিযোগ, চোরদের সংখ্যা বেড়ে গিয়েছে শাসক দলের অন্দরে। যার প্রমাণ পার্থ চট্টোপাধ্য়ায় এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতারি। আগামী দিনে আরও তৃণমূল নেতা গ্রেফতার হবেন বলেও ফের দাবি দিলীপ ঘোষের।
এই পরিস্থিতিতে দুর্নীতির প্রশ্নে এবার মুখ্যমন্ত্রীকে সিবিআই জেরার দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন এক সভায় শুভেন্দু দাবি করেছেন, ইডি-সিবিআইয়ের সাঁড়াশি চাপে ডিসেম্বরের মধ্যেই উঠে যাবে তৃণমূল কংগ্রেস। প্রায় একই সুর শোনা গিয়েছে দিলীপ ঘোষের গলাতেও।
বিজেপির এই আক্রমণের সামনেও জল মাপছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের একাংশের দাবি, কারা থাকবে, আর কারা উঠে যাবে, তা প্রমাণ হয়ে যাবে রাজ্যের পঞ্চায়েত ভোটেই। তবে জানা গিয়েছে, নতুন তৃণমূল নিয়ে দেশে ফিরে ব্যাখা দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কারণ, নতুন তৃণমূল তৈরির ডাক একুশের মঞ্চ থেকে তিনি দিয়েছিলেন।