বীরভূমে মনসা পুজোর মেলায় ভেঙে পড়ল চলন্ত নাগরদোলা (Accident in Birbhum)। এই দুর্ঘটনায় ৬ জন জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটে লাভপুরের বিপ্রটিকুরি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লাগরদোলা। তখন সেটির গতিবেগ কম থাকায় বড় কোনও ক্ষতি হয়নি। স্থানীয়দের অভিযোগ, যেখানে নাগরদোলাটি বসানো হয়েছিল সেখানে মাটি নরম থাকায় এই বিপত্তি ঘটে। আহতদের মেলা কর্তৃপক্ষের উদ্যোগে উদ্ধার করে বোলপুর হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
Asansol hospita:ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল স্কুটি, সাইনবোর্ড, আসানসোল হাসপাতালে তাণ্ডব
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় কলকাতায় রামলীলা ময়দানে রথের মেলায় নাগরদোলা ভেঙে এক তরুণী জখম হন। তাঁর মাথায় চোট লাগে।