কুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনা। আলিপুরদুয়ারের মাদারিহাটে ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১। ঘটনায় আহত ২৫ জন। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ সরকার (৩৮), তুফানগঞ্জের বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ মাদারিহাটের ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে।
স্থানীয় সূত্রের খবর, যাত্রীবোঝাই বাসটি পিকনিকের উদ্দেশ্যে কামাক্ষাগুড়ি থেকে শিলিগুড়িতে যাচ্ছিল। মাদারিহাট এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় বাসে থাকা সব যাত্রীই আহত হয়েছেন।
আরও পড়ুন- শিলিগুড়ি কাণ্ডে ২৪ ঘন্টা পর উদ্ধার বস্তাবন্দি দেহ, রেণুকার মাথার খোঁজে পুলিশ
স্থানীয়রা এবং মাদারিহাট থানার পুলিশ আহতদের উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে আসে। তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।