রোগী সহ ৫ আরোহী নিয়ে একটি অ্যাম্বুলেন্স হাসপাতালের দিকে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে শিলিগুড়িতে। লরির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অ্যাম্বুলেন্স। রবিবার রাত্রে এই ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, বাকি দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
West Bengal Assembly: বিধানসভায় বাম 'শিক্ষক'-এর ক্লাসে বিজেপি-তৃণমূলের 'পড়ুয়ারা'
জানা যাচ্ছে, রবিবার রাতে ময়নাগুড়ি থেকে রোগী সহ অ্যাম্বুলেন্সটি রওনা দিয়েছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দিকে। এরপর একটি ইট বোঝাই গাড়িতে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি, নিমেষে খেলনার মতো দুমড়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘন কুয়াশার জেরেই দৃশ্যমানতা কমে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।