যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় গ্রেফতার করা হল অভিযুক্ত অধ্যাপক রানা রায়কে। সোমবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। ভূবনেশ্বরের একটি হোটেলে থাকার সময়ই গ্রেফতার হন অভিযুক্ত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় রানা রায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৫০৯ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বেলগাছিয়ার এক মহিলাও অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
Read More- শুক্রবার চিঠি দিয়ে খুনের হুমকি! শনিবারই ইস্তফা দিলেন যাদবপুরের রেজিস্ট্রার
ওই মহিলা জানিয়েছেন, অভিযুক্ত অধ্যাপক রানা রায় গত চার বছর ধরে তাঁকে উত্ত্যক্ত করছিলেন। এবং বিভিন্ন জায়গায় তাঁকে অনুসরণও করছিলেন। সেকারণে থানায় অভিযোগ করেছিলেন ওই মহিলা।