সম্প্রতি ফাঁসির সাজা শোনানো হয়েছে বহরমপুরের নার্সিং ছাত্রী খুনে দোষী সুশান্ত চৌধুরীকে। এবার এই একই ঘটনার ছায়া বীরভূমের সাঁইথিয়ায়। বুধবার , প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। এক দোকানদার তরুণীকে বাঁচাতে এলে তাঁকেও কোপানো হয় বলে অভিযোগ। আটক করা হয়েছে অভিযুক্ত যুবককে।
Kanthi Accident: দিঘাগামী গাড়িতে সজোরে ধাক্কা বাসের, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের
জখম অবস্থায় ছাত্রীকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। অভিযুক্ত যুবকের নাম নাজিবুল হক। স্থানীয়রা যুবককে ধরে পরে পুলিশের হাতে তুলে দেয়। যদিও কেন এই আক্রমণ? এর উত্তরে যুবক জানান ‘তাঁর মনে পড়ছে না’