আগের বছর একজন ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে। ফের যাদবপুরে মেইন হস্টেলে ছাত্র ‘হেনস্থা’র অভিযোগ। ল্যাপটপ চুরির সন্দেহে এক ছাত্রের উপর মানসিক চাপ তৈরি করা হয়েছে বলে অভিযোগ। পরে ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে। অভিযোগ হস্টেলে একটা ল্যাপটপ চুরির ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছিল। অসুস্থ পড়ুয়ার পরিবারের দাবি, ছেলেটিকে দিয়ে জোর করিয়ে ল্যাপটপ চুরির দায় স্বীকার করিয়ে মুচলেকা লেখানো হচ্ছিল। খবর পেয়ে দ্রুত হস্টেলে পৌঁছন মেডিক্যাল অফিসার, অভিযোগ তাঁকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।
মেডিক্যাল অফিসার মিতালী দেব জানান, “ডিন স্যর অনেক রাত অবধি থাকেন বিশ্ববিদ্যালয়ে। উনি রাত্রি আটটা নাগাদ খবর পান হস্টেলে ঝামেলা হচ্ছে। একটি ল্যাপটপ চুরি হয়। পরে সেটা পাওয়াও যায়। এবার ওদের যাকে সন্দেহ হয়েছে তাকে ঘিরে ধরে। সে অসুস্থ বোধ করে।” তবে ছাত্রের সঙ্গে কোনও র্যাগিংয়ের ঘটনা ঘটেনি বলেই দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।