পল্লবী-সাগ্নিক-ঐন্দ্রিলা ত্রিকোণ জট নিয়ে মুখ খুললেন মৃত অভিনেত্রী পল্লবী দে'র বন্ধু সায়ক চক্রবর্তী(Sayak Chkraborty)। তাঁর দাবি, ঐন্দ্রিলা মিথ্যে বলছে। সায়কের কথায়, "একত্রবাসের বর্ষপূর্তি উদযাপনে পল্লবীর জন্য সোনার হার কিনতে গিয়েছিল সাগ্নিক(Sagnik Chakraborty)। তখনও ওর সঙ্গী ঐন্দ্রিলা!’’
সঙ্গিনীকে চমকে দিতে সাগ্নিক বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করেছিল বাওয়ালি রাজবাড়িতে(Bawali Rajbari)। সায়কের দাবি, ‘‘আয়োজন দেখে আমিই ঘাবড়ে গিয়েছিলাম। তিনটি কটেজ ভাড়া করেছিল সাগ্নিক। সঙ্গে খানাপিনার এলাহি আয়োজন। এ ছাড়া, বড় কেক, কেকের ভিতরে দামি আংটি কিচ্ছু বাদ রাখেনি। আমার গাড়ি নেই। সেদিন শ্যুটিং ফ্লোরে সাগ্নিকের গাড়ি নিতে এসেছিল। আবার পৌঁছে দিয়েছিল গাড়িতেই!’’
সায়কের দাবি, অভিযুক্ত সাগ্নিক প্রয়াত পল্লবীকে সোনার হারও উপহার দিয়েছিল। অভিনেতা জানিয়েছেন, প্রথম সারির সোনার গয়নার বিপণিতে হার কিনতে গিয়েছিলেন সাগ্নিক। সে দিনও তাঁর সঙ্গী ঐন্দ্রিলা(Oindrila Mukherjee)। পল্লবীর জন্য কেনা হার তার বান্ধবীর গলাতেই আগে শোভা পেয়েছিল। সেই ছবি সায়ককে দোকান থেকেই তুলে পাঠায় সাগ্নিক।
সাগ্নিকের খরচের বহর দেখে সেদিন চোখ কপালে উঠেছিল অভিনেতার(sayak Chakraborty)। এলাহি আয়োজনের খরচ কোথা থেকে জোগাচ্ছে অভিযুক্ত? মনে প্রশ্নও জেগেছিল। কিন্তু পল্লবীর(Pallabi Dey Death Mystery) মুখ চেয়ে এ সব কথা আর তোলেননি তিনি। এবং পল্লবীও নাকি হোটেল, রেস্তরাঁয় পার্টি, খাওয়া দাওয়া খুব পছন্দ করতেন। নায়িকার সেই সাধ নাকি প্রায়ই পূরণ করত অভিযুক্ত।