অভিনয়, রাজনীতির পর এবার ক্রিকেট জগতেও জুন মালিয়া । এবার থেকে ক্রিকেট প্রশাসনে দেখা যাবে মেদিনীপুরের বিধায়ককে । সোমবার সিএবির ৯১তম বার্ষিক সাধারণ সভা আয়োজিত করা হয়েছিল । সেখানে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন জুন ।
জুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের প্রতিনিধি হিসাবে সিএবি-র সভায় মনোনীত হয়েছেন তিনি । তাঁর কাছে ক্রিকেট নতুন নয় । ক্রিকেট তিনি বোঝেন । খবরও রাখেন । তাঁর কথায়, ভাল কাজের আশা নিয়েই প্রশাসনে এসেছেন । জঙ্গলমহল থেকে প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের তুলে আনার ইচ্ছে রয়েছে তাঁর ।
বার্ষিক সাধারণ সভায় সিএবি কমিটি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেয় । সেখানে নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও । এদিন, নতুন অ্যাপেক্স কাউন্সিল তৈরি হয় । উল্লেখ্য, আগামী বছর দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে । বেশ কিছু ম্যাচ ইডেন গার্ডেন্সে হওয়ার সম্ভাবনা । সেই বিষয়েও এদিন আলোচনা হয় ।